Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

"উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মহাদেবপুর" এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত যেকোন তথ্য ও সেবা পেতে আমাদের ওয়েব পোর্টালে প্রবেশ করুন।


একনজরে - উপজেলা অফিসের কর্মসম্পাদনের সার্বিক চিত্র

উপজেলা অফিসের কর্মসম্পাদনের সার্বিক চিত্র

(Overview of the Performance of the Upazilla Office)


সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা


(১) সাম্প্রতিক বছরসমূহের [৩ বছর] প্রধান অর্জনসমূহ:

বাংলাদেশ একটি জনবহুল দেশ। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনার লক্ষ্যে মহাদেবপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। ২০২৩ সালে উপজেলার জনসংখ্যা ছিল ৩,২৬,১১৪ জন (পুরুষ ১,৬৮,৭৫৬ জন এবং মহিলা ১,৬২,৩৫৮ জন)। উপজেলার সক্ষম দম্পতির সংখ্যা মার্চ/২০১৪ পর্যন্ত ৬৯,৬০৪ যার মধ্যে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা ৫৪,৯৪৬ এবং গ্রহণকারীর হার ৭৯.৫১%। মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৬৯.৯৯%। অত্র উপজেলায় টিএফআর১.৬৮, যা সমগ্র নওগাঁ জেলায় ২.১। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাসে উপজেলার ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ গর্ভবর্তী সেবার ব্যবস্থা করা হয়েছে এবং সেবা গ্রহীতাদের আপদকালীন সেবা নিশ্চিতকল্পে কেন্দ্রসমূহে জরুরী হটলাইন সেবা চালু করা হয়েছে।


(২) সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ:

বাংলাদেশের জনসংখ্যার প্রায় ২৩% কিশোর কিশোরী। এই অল্পবয়সী বিশাল জনগোষ্ঠির একটা বড় অংশ বিবাহিত জীবনে প্রবেশ করে স্বত্র প্রজনন স্বাস্থ্য বিষয়ক ধারণা নিয়ে; এদের সম্পূর্ণভাবে পরিবার পরিকল্পনা সেবার আওতায় আনা এবং শহরাঞ্চলে গড়ে ওঠা বস্তিবাসীদের পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমের আওতায় আনা দুরুহ হয়ে পড়েছে। এছাড়া স্থায়ী পদ্ধতিতে পুরুষের অংশগ্রহন বৃদ্ধি করা, আনমেট নীড (অপূর্ণ চাহিদার হার) কমিয়ে আনা, পদ্ধতিভিত্তিক ড্রপ আউট কমিয়ে আনা, দুর্গম এলাকায় পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেরা নিশ্চিতকরণ অন্যতম জাতীয় চ্যালেঞ্জ


(৩) ভবিষ্যৎ পরিকল্পনা:

বাড়ী বাড়ী পরিদর্শনের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া অব্যাহত রাখা ও জোরদারকরণ। কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সকল সেবা কেন্দ্রকে পর্যায়ক্রমে কিশোর কিশোরী বান্ধব করা ।নববিবাহিত ও এক সন্তানের দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও জন্মবিরতিকরণ। বিষয়ে উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা ।ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য বিষয়ে স্বপ্নদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্য চিত্র, ইত্যাদি প্রচার ও প্রদর্শন করা এবং করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধকরণে প্রচার কার্যক্রম পরিচালনা; পরিবার পরিকল্পনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে একটি কার্যকরী মনিটরিং ও সুপারভিশন ব্যবস্থা গড়ে তোলা।


(৪) ২০২৪-২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  • টিএফআর ১.৬৮ অব্যাহত রাখা।
  • পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৬৯% থেকে ৭২% এ উন্নীত করা।
  • অপূর্ণ চাহিদার হার ৭% এ কমিয়ে আনা।
  • দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি গ্রহীতার হার ২১% এ উন্নীত করা।
  • নব জাতকের মৃত্যু হার (প্রতি হাজারে) ১৪ জন হতে ১০ জনে হ্রাস করা। 
  • মাতৃমৃত্যু (প্রতি লক্ষে) ৩০ জন হতে ২৮ (প্রতি লক্ষে) জনের নিচে হ্রাস করা।
  • ৫ বছরের নীচে শিশু মৃত্যুর হার (প্রতি হাজারে) ১০ জন হতে ৮ জনে